বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

লাস্টনিউজবিডি, জানুয়ারি ২০: সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ প্রদানের চেষ্টার কারণে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে। পরে পুলিশ কর্মকর্তারা আদালতে গিয়ে বিভাগীয় ব্যবস্থাপনার শর্তে তাকে ছাড়িয়ে আনেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
ওই এসআইয়ের নাম রাজা মিয়া। আজ বুধবার (২০ জানুয়ারি) তাকে তার কর্মস্থল জকিগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন:- যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, একটি সিআর মামলা তদন্ত করে একজন আসামিকে বাদ দিয়ে তিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন এসআই রাজা মিয়া। বিজ্ঞ আদালত কেন একজনকে বাদ দেওয়া হয়েছে জানতে চেয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
মঙ্গলবার ধার্য তারিখে অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে ঘুষ প্রদানের চেষ্টা করেন। বিচারক এসআইকে কৌশলে এজলাসে নিয়ে যান। সেখানে আইনজীবী ও উপস্থিত লোকজনদের সামনে এসআই রাজা মিয়াকে গ্রেফতারপূর্বক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাত ৮টা পর্যন্ত তাকে আটক রাখা হয়।
পরে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিচারকের খাস কামরায় অবস্থান করে বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে তাকে মুক্ত করেন।
এ অভিযোগে বুধবার এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেন।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed