শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বাইডেন

লাস্টনিউজবিডি, জানুয়ারি ২০: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। শপথ অনুষ্ঠানের পরপর তিনি ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন। এমনটিই জানিয়েছে বাইডেন প্রশাসন।
দ্য গার্ডিয়ান তাদের খবরে জানিয়েছে, পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি রেখে গেছেন প্রথমে সেগুলো সংস্কারের উদ্যোগ নেবেন বাইডেন। এর অংশ হিসেবে তিনি প্রথমে করোনা মহামারি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও বর্ণবিদ্বেষমূলক বিচার প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের নির্দেশনা বদলানোর উদ্যোগ নিবেন।
আরও পড়ুন:- যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার
বাইডেনের প্রেস সচিব জিন পিসাকি জানান, বিকেলে ওভাল অফিসে বসার পরপর নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ ও স্মারকলিপিতে স্বাক্ষর করবেন।
বাইডেন-হ্যারিসের অর্ন্তবর্তী টিম এক বিবৃতিতে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রথম দিনের পদক্ষেপ হচ্ছে, কর্মীদের কোভিড-১৯ থেকে রক্ষার জন্য নির্বাহি আদেশে স্বাক্ষর করা। এর মধ্যে রয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মী ও কন্ট্রাক্টরদের মাস্ক পরার, সিডিসির গাইডলাইন অনুসরণের নির্দেশ দেওয়া।
বিবৃতিতে বলা হয়, তারা সেইসব মার্কিনিদের ত্রাণ সরবরাহ করবেন যারা বিনা দোষে চাকরি ও কর্মঘণ্টা হারিয়েছেন কিংবা মজুরি কর্তনের শিকার হয়েছেন। শিক্ষার্থী ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে। এছাড়া তারা কর্মক্ষেত্রে লিঙ্গ অসমতা দূর করতে পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহি আদেশে কর্মক্ষেত্রের বৈচিত্র ও প্রশিক্ষণ ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা বন্ধের নির্দেশ দেবেন।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
- জিয়ার খেতাব কারো দয়ায় পাওয়া নয়: মির্জা ফখরুল
- পরীক্ষা পেছালে সেশনজট হবে না, বয়স বাড়লেও সমস্যা নেই: শিক্ষামন্ত্রী
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: ১৪ বছরের কিশোর গ্রেফতার
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
Comments are closed