ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করল স্টেশন মাস্টার

লাস্টনিউজবিডি, ২০ জানুয়ারি: রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।
গতকাল মঙ্গলবার রাতে দুই সন্তানের জননী ওই নারী বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।
অভিযুক্ত রেল কর্মকর্তার নাম মঈন উদ্দিন আজাদ। মামলার পর থেকে তিনি পলাতক।
অভিযোগে বলা হয়, ট্রেনে যাতায়াতের পথে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরি দেবার কথা বলে দুই লাখ টাকাও নিয়েছিলেন।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার কথা বলে রোববার বিকেলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আজাদ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed