বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
আজ মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেয় ভারতীয় সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এনামুল হক জানান, প্রথমে প্রশিক্ষণপ্রাপ্ত এ পাঁচটি কুকুর ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed