দুই ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: নিজের ক্যারিয়ারজুড়েই পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্রায় সতেরো বছরের ক্যারিয়ারে এই তারকার খ্যাতি ছিল অন্য একটি কারণেও। মাঠের মধ্যে খুব একটা মেজাজ হারাতে দেখা যায়নি মেসিকে। এক কথায়, নম্র ও ভদ্র খেলোয়াড় হিসেবেই সুখ্যাতি ছিল মেসির।
তবে রোববার রাতে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। ওই ম্যাচের শেষদিকে বিলবাওয়ের এক ফুটবলারকে চড় মেরে বসেন ভদ্র খেলোয়াড় হিসেবেই সুখ্যাতি পাওয়া মেসি।
ওই অপরাধেই বার্সা অধিনায়ককে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ সকার ফেডারেশন। মঙ্গলবার মেসিকে এই নিষেধাজ্ঞা দেয় তারা। নিষেধাজ্ঞার কারণে কোপা দেলরের ম্যাচে তৃতীয় বিভাগের দল করনেলার বিপক্ষে ও স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মেসি।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে বল ছাড়াই অ্যাসিয়ের বিলালিভারের সঙ্গে ধাক্কা লাগে মেসির। মেজাজ হারিয়ে তাকে চড় বসিয়ে দেন তিনি। এরপর ভিডিও দেখে মেসিকে লাল কার্ড দেখান রেফারি। ক্লাব ক্যারিয়ারের ৭৫৩তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখেন বার্সা অধিনায়ক।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed