মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সাবরিনা মনি প্রথা (১১) নামে এক স্কুল ছাত্রী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ভারেরা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের হাদিউল ইসলামের মেয়ে। সে ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে ছিল সাবরিনা মনি প্রথা। প্রথার বড় বোন সানজিদা ইয়াসমিন পিংকি ও তার বাবা মা প্রথাকে বাড়ির বাহিরে খেলাধুলা করতে নিষেধ করে। এতে সে অভিমান করে বসত ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন প্রথাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed