ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: মানিকগঞ্জে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় নারীসহ পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মামলার অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই মুনুসর আলম ২৫ জনকে আসামি করে মামলা করেন।
২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত ১৪ জনের স্বাক্ষ্য নেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নিরঞ্জন বসাক ও আসামি পক্ষে ছিলেন আইনজীবী লুৎফর রহমান।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed