ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন গণসাক্ষরতা অভিযানের পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ফেব্রুয়ারি কিংবা মার্চে নয়, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) এডুকেশন ওয়াচ ২০২০-২১ সমীক্ষার অন্তবর্তীকালীন খসড়া প্রতিবেদনের ওপর ভার্চুলায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাশেদা কে. চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমরা নির্দ্দিষ্ট সময়সীমা বেধে দিচ্ছি না। সরকারকে সক্ষমতা অর্জন করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে। সবার সুরক্ষা নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।’
দেশের কিছু উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়নি বা আক্রান্ত হওয়ার হার কম। ওটাকে ফলো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে সুপারিশ করা হয়।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed