দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিন সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিলুর। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য নাটকে অভিনয় করেন দিলু। তার অভিনয় করা উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক সংশপ্তক ও সময় অসময়। এর মধ্যে সংশপ্তকের মালু চরিত্রটি দর্শক এখনও মনে রেখেছে।
দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দিলু প্রথম জানাজা হবে। এরপর দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হবে।
বিকেল পাঁচটায় বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে দিলুর জন্ম। মঞ্চ থেকে তার অভিনয় জীবনের শুরু। তার উল্লেখযোগ্য মঞ্চনাটক হলো আমি গাধা বলছি, নানা রঙের দিনগুলি, জনতার রঙ্গশালা।
১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনয় শিল্পী হন দিলু।
মৃত্যুর আগে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন মজিবুর রহমান দিলু। শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed