লোহাগড়ায় ছেলের দায়ের কোপে মা আহত

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মায়ের নামে জমি থাকায় ছেলে ও তার স্ত্রীর নামে লিখে না দেওয়ায় মাকে দা দিয়ে কুপিয়ে বাম হাতের দুইটা আগুুল কেটেছে পাষন্ড ছেলে। আহত মা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মৃত শফিকুল সরদারের ছেলে হানিফ সরদার (৩৫) তার মায়ের নামে জমি থাকায় মা তাকে লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার হানিফ ও তার স্ত্রী আদরী বেগম পরস্পর যোগসাজসে মা খাদিজা বেগম (৬৫) সাথে কথা কাটাকাটির এক পর্ষায়ে দা দিয়ে কুপিয়ে বাম হাতের দুইটা আগুল কেটেছে ও লাঠি দিয়ে বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে ইতনা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।
পরে মা খাদিজা বেগমের শারিরীক অবস্থার অবনতি হলে গত গতকাল রোববার আহত খাদিজা বেগমের মেয়ে গুলশানারা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ব্যাপারে মেয়ে গুলশানারা আরো জানান, অভিযুক্ত হানিফের নামে জমি লিখে না দেওয়ায় মাকে ইতিপূর্বেও কয়েক দফায় মারপিট করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগড়া থানার এস আই মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত হানিফকে আটকের চেষ্টা চলছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed