শ্রীবরদীতে বাবু হত্যার অন্যতম আসামী গ্রেফতার

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে আলোচিত জালাল উদ্দিন বিক্সসের পাহারাদার সোহেল মিয়া ওরফে বাবু (২৫) হত্যার অন্যতম আসামী আলামিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
তাকে গ্রেফতারের পর রবিবার আলামিন কোর্টে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। ক্রমেই উন্মোচিত হচ্ছে বাবু হত্যার মূল রহস্য।
জানা যায়, শেরপুরের শ্রীবরদী পৌরশহর সংলগ্ন নয়ানী শ্রীবরদী এলাকার জালাল উদ্দিন বিক্সসের পাহারাদার সোহেল মিয়া উরফে বাবু গত ২৪ নভেম্বর নিখোঁজ হয়। পরে ২৮ নভেম্বর ওই ইটভাটা সংলগ্ন শ্রীবরদী-নিলক্ষিয়া সড়কের পাশের ধান ক্ষেতের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত বাবুর পিতা গোলাপ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ জনসহ সন্দেহাতীত আরো ৪ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।
এর মধ্যে আলামিন এ ঘটনার অন্যতম বলে এলাকায় আলোচিত হয়ে ওঠে। পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গতকাল রবিবার তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড শরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। এতে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য।
নিহত বাবুর স্ত্রী ইয়াসমিন, ভাই ছামিউল ইসলাম, আব্দুল হাকিম, ছোট বোন শাবানা ও মা খোদেজা বেগম জানান, বাবুর কোনো দোষ নেই। হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। বাবু হত্যার বিচার চেয়ে তার স্বজনরা এলাকায় মানববন্ধন করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, আমরা চাই এ ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। এমনটাই প্রত্যাশা এলাকাবাসীসহ সচেতন মানুষের।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তকারী অফিসার এসআই রোকুনুজ্জামান রোকন বলেন, আলামিনকে গ্রেফতারের জন্যে সন্দেতীতস্থানে অভিযান পরিচালনা করেছি। অবশেষে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আলামিন এ হত্যার দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অচীরেই এ ঘটনার মূল রহস্য উন্মোচন হবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed