উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পালংখালীর ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পের একটি বাসা থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, রাতে ‘আগুন, আগুন’ চিৎকারে ক্যাম্পের লোকজন ছোটাছুটি করতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার জেলার অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, আগুনে কয়েকটি বসতঘর ও দুটি লার্নিং সেন্টারের ক্ষতি হয়েছে। তবে কোথা থেকে আগুন ধরেছে, তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নির্ধারণেও কাজ চলছে বলে জানান তিনি।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed