বছরের শুরুতেই জুটি বাধলেন সুজন-সাথী

লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: বছরের শুরুতেই জুটি বেধে কাজ শুরু করলেন অভিনেতা সুজন রাজা।
চ্যানেল রাজ ও গানের কলি ইউটিউব চ্যানেলের বেশ কিছু কাজের জন্য জুটি বেধে কাজ শুরু করেছেন ‘নতুন জুটি’ সুজন-সাথী।
ইতিমধ্যে গানের কলি নির্মিত সুজন-সাথী জুটির গ্রামিন কিচ্ছা দুই বন্ধুর এক প্রেমিক, শর্টফিল্ম বউয়ের জন্য ভাই পর ও প্রেমের প্রতিদান রিলিজ হয়েছে। আরো বেশ কিছু সুটিং চলমান রয়েছে।

এ বিষয়ে অভিনেতা সুজন রাজা বলেন, গানের কলি ইউটিউব চ্যানেলের কর্নধার বাবুল আহম্মেদ ( বাবু ) ভাইয়ের মাধ্যমে প্রায় একযুগ আগে সিডি জোনের মিউজিক ভিডিওতে আমার প্রথম কাজ করা, বাবু ভাই অনেক ভাল মনের মানুষ, তার চ্যানেলে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে। আর মডেল অভিনেত্রী সাথী অনেক ভাল কাজ করে কাজের ব্যাপারে খুবই সিরিয়াস, আমার বিশ্বাস সাথী একদিন অনেক বড় অভিনেত্রী হবে।

মিডিয়া কাজের পাশাপাশি অভিনেতা সুজন রাজা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত সংগঠন শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির দপ্তর-সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার সভাপতি হিসাবে দক্ষতার সাথে দায়ীত্ব পালন করছেন ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed