সাংবাদিক বালু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সাংবাদিক বালু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যানালের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এমএল-জনযুদ্ধের শীর্ষনেতা সৈয়দ ইকবাল হোসেন স্বাধীন, নজুল ওরফে রিপন ওরফে নজরুল ইসলাম ওরফে খোড়া নজরুল, মাসুম ওরফে জাহাঙ্গীর (পলাতক), রিমন ওরফে আসাদুজ্জামান ও জাহিদ হোসেন ওরফে সবুজ ওরফে জাহিদুর রহমান।
আরও পড়ুন: ইশরাকের খালাসের বিরুদ্ধে আপিল করল দুদক
রায় ঘোষণার সময় আসামি জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীনকে আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন খুলনা থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুটি মামলা করেন।
এ হত্যা মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed