ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ জন গ্রেপ্তার

লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১৮ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ফাহিম রহমান, মো. রবিউল, সাব্বির হোসেন, সবুজ মিয়া, মো. সাব্বির, হারুন মিয়া, হিমেল মিয়া, সানিয়া আক্তার, মৌসুমী, ফারজানা আক্তার ও রোকেয়া আক্তার।
এ সময় চাকরিপ্রার্থী ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় বলেও জানায় র্যাব।
র্যাব কর্মকর্তা জিয়াউর জানান, মীম ফোর্স গার্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্গের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে-বেনামে ভুঁইফোঁড় প্রতিষ্ঠান খোলে তারা। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে অল্প শিক্ষিত, বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ-তরুণীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল। ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল বিপুল পরিমাণ টাকা।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০ জন চাকরিপ্রার্থী ভুক্তভোগীসহ পাঁচটি আইডি কার্ড, ২০টি অঙ্গীকারনামা, ১৯টি ভেরিফিকেশন ফরম, চারটি অব্যাহতি ফরম, ২১টি আবেদন ফরম, ২২টি ট্রেনিংয়ের জন্য আবেদন ফরম, ২৫টি জীবনবৃত্তান্ত এবং ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed