জমিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া

লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘রানি রাসমনি’ ধারাবাহিকে অভিনয় করে দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৭ সালে জি বাংলায় শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার।
দিতিপ্রিয়া যতটা আলোচিত ঠিক ততটাই সমালোচিত। বিভিন্ন সময় নেট দুনিয়ায় ট্রলের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে তাকে নিয়ে- ধারাবাহিকের অভিনেতা বিশ্ববসু বিশ্বাসের সঙ্গে প্রেম করছেন তিনি।
টলিপাড়ায় কান পাতলে নাকি এমনটাই শোনা যাচ্ছে। সে খবরই প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। এসব নিয়ে এতোদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন দিতিপ্রিয়া।
এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বদার খুব মিষ্টি একজন গার্লফ্রেন্ড আছে। আমার সঙ্গে বিশ্বদার যা না সম্পর্ক তার চেয়েও কিন্তু ওর গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক বেশি ভাল।
বিশ্ববসু বিশ্বাসের সঙ্গে নিজের সর্ম্পক নিয়ে দিতিপ্রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, বিশ্বদা আমার দাদার মতো। রাসমনির সেটে দুজন রয়েছে, যারা আমাকে সবসময় গাইড করে। আগলে রাখে। গৌরব চট্টোপাধ্যায় এবং বিশ্ববসু বিশ্বাস। ওদের কাছে সবকিছুই শেয়ার করা যায়। বিশ্বদা তো আমার দাদা, আমার খুব কাছের একজন দাদা।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed