শিক্ষক নিয়োগে বড় দুঃসংবাদ

লাস্টনিউজবিডি, ১৮ জানুয়ারি: বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১ মাস বাড়িয়েছেন হাইকোর্ট।
১৫ ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়ে আজ সোমবার একই দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া। তিনি জানান, ১৫ ডিসেম্বর নিবন্ধিত শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।
তখন সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানান তিনি।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed