পরাজিত দুই মেয়র প্রার্থীর বাড়িতে হাজির কাদের মির্জা

লাস্টনিউজবিডি, ১৭ জানুয়ারি: নোয়াখালী বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা পরাজিত প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন।
রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় বসুরহাট কলেজ রোডেরস্থ উপজেলা বিএনপির সভাপতি কামাল চৌধুরীর বাসায় যান তিনি।
এ সময় আব্দুল কাদের মির্জা কামাল চৌধুরী প্রশংসা করে বলেন, আপনাদের অংশ গ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি কোম্পানিগঞ্জে সম্মিলিতভাবে অবৈধ অস্ত্রের মুক্ত কোমাপনীগঞ্জ গড়ার সহযোগিতা চান। কামাল চৌধুরী মির্জা কাদেরকে সহযোগী করার আশ্বাস দেন।
পরে তিনি মফজল রোডস্থ জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের বাসা মিষ্টি নিয়ে দেখা করেন।
বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed