মাটিচাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে: রিজভী

লাস্টনিউজবিডি, ১৭ জানুয়ারি: মাটিচাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৭ জানুয়ারি) সকালে রংপুরের বদরগঞ্জের নাগের হাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: রক্ত ঝরিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সরকার: ফখরুল
রিজভী বলেন, বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াশের নির্বাচন। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, যা নির্বাচনের দিন প্রচার করেন।
সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির নির্বাচিত কাউন্সিলর হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, বিরোধীদলের রক্তের ঘ্রাণ ও স্বাদ শেখ হাসিনার সবচেয়ে প্রিয়।
তিনি আরও বলেন, বর্তমানে মাটি চাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হঠাতে হবে।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed