আজীবন সম্মাননা পেলেন সোহেল রানা-সুচন্দা

লাস্টনিউজবিডি, ১৭ জানুয়ারি: দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ তুলে দেয়া হয়েছে বিজয়ীদের হাতে। এ বছর ২৬টি ক্যাটাগরিতে ৩৩ জন শিল্পী-কলাকুশলীকে দেয়া হয়েছে মূল্যবান এ সম্মাননা। এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীণ অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ও অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা সুচন্দা।
আজ রোববার সকাল পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed