এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে: মির্জা কাদের

লাস্টনিউজবিডি, ১৬ জানুয়ারি: বসুরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে, যোগ্য প্রার্থী দিলে ভোটে জয়লাভ করা যায়।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণার আগে প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে চতুর্থবারের মতো মেয়র পদে জয় সুনিশ্চিত জেনে বিকেলে বসুরহাট রুপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা করেন আবদুল কাদের মির্জা। সেখানে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed