সচিবের মুখে মসিক মেয়র টিটু’র কর্ম গুনের প্রশংসা

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু’র কর্ম গুনের প্রশংসা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
আজ শনিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে পরিস্কার’ পরিচ্ছন্ন’পরিপাটি ও সৌন্দর্য্যবর্ধন নগরি গড়ার কারিগর ইকরামুল হক টিটু’র কর্মগুনের প্রশংসা করেন তিনি।
এসময় মেয়র ইকরামুল হক টিটু’ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর’ সিটিকর্পোরেশনের কর্মরত কর্মকর্তা কর্মচারিসহ নগরির বিশিষ্ট জনেরা সচিব লোকমান হোসেন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে ও পরে সচিব লোকমান হোসেন মিয়া নগরির ব্রীজের মোড় ” জয় বাংলা চত্বরসহ শহরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ব্যপক উন্নয়নমুলক কর্মযজ্ঞে বদলে যাওয়া ময়মনসিংহ নগরির সৌন্দর্য্যবর্ধন চিত্রদেখে মনোমৃগ্ধ সচিব মেয়র টিটুর ভুয়েশী প্রশংসা করেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed