জাল ভোট দিতে এসে দুই কিশোর আটক

লাস্টনিউজবিডি, ১৬ জানুয়ারি: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে পুলিশের হাতে দুই কিশোর আটক হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর নির্বাচনী কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)। জাল ভোট দেয়ার উদ্দেশে জাল স্মার্ট কার্ড বানিয়েছিল তারা।
আরও পড়ুন: মোংলায় বিএনপির মেয়রসহ ১২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল হওয়ায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ভোট গ্রহণ শেষে দুই কিশোরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাইমিন আল জিহান।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed