আ. লীগের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মী আটক

লাস্টনিউজবিডি, ১৫ জানুয়ারি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান ও বিএনপির কর্মী খোকন হোসেন।
পত্নীলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed