স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

গোলাম রহমান, পটুয়াখালী প্রতিনিধি, লাস্টনিউজবিডি, ১৪ জানুয়ারি: পটুয়াখালীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু ঘটনা ঘটেছে। আজ ১৪ জানুয়ারী বৃহষ্পতিবার ইসহাক মডেল কলেজ সংলগ্ন বেগম ফজিলাতুন্নেসা পলিটেকনিক কলেজের ইংরেজী শিক্ষক গোলাম মোস্তফা তার অসুস্থ স্ত্রী কলি বেগম (২০)কে ২৫০শয্যা বিশিষ্ট পটুয়াখালী জেনারেল হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করে হাসপাতালের গেটে ঔষধ কিনতে যায়। ফার্মেসীতে ঔষধ কেনা অবস্থায় সংবাদ পায় তার স্ত্রী মারা গেছে এ খবর শোনার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়। সেখানে উপস্থিত লোকজন তাকে দ্রæত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, কলি বেগম সকাল ৭.৫০ মিনিট সময় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং ৮.১০ মিনিটে গাইনি ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।
পটুয়াখালী হাসপাতালের ডাঃ লোকমান হাকিম জানান, কলি বেগম একলামশিয়াজনিত কারনে মারা গেছেন। তার স্বামীর মৃত্যু হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।
মৃত দম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, কলি বেগম চলতি মাসের ৬ জানুয়ারী স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে একটি সন্তান প্রসব করেন।সেখান থেকে ১১ জানুয়ারী বাড়িতে যান। বুধবার দিবাগত রাতে সে অসুস্থ হয়ে পড়লে আজ বৃহষ্পতিবার সকালে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে। এ দম্পতির অকাল মৃত্যুতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।
লাস্টনিউজবিডি/ এসএ
সর্বশেষ
Comments are closed