৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র

লাস্টনিউজবিডি, ১৪ জানুয়ারি: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অবস্থিত মেসার্স ফুলকলি সুইটস লিঃ এর ফুলকলি ব্রান্ডের স্পেশাল কনফেকশনারী বিস্কুট পণ্যের জারে নির্ধারিত ১০০০ গ্রামের পরিবর্তে ৮৯০ গ্রাম পাওয়া যাওয়ায় এবং ফুলকলি জেলি বান পণ্যের মোড়কে পণ্যের মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ, ওজন ও প্রতিষ্ঠানের নাম, ঠিকানা বাংলায় স্থায়ীভাবে উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়াও ১৩ ডিসেম্বর, ২০২১ মহানগরীর মিরপুর ও বনানী এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মিরপুর এলাকার মেসার্স খাস ফুড প্রতিষ্ঠানটির খাসফুড ব্রান্ডের প্রিমিয়াম ব্লাকটি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ নাই এবং মোড়কের গায়ে উৎপাদন, মেয়াদউত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য বাংলা ভাষায় উল্লেখ নাই এবং বনানী এলাকার মেসার্স জি.এম স্টীল এজেন্সী ১০০০ কেজি ধারণক্ষমতার প্লাটফর্ম স্কেলে ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র এ স্কোয়াড অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে, ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
লাস্টনিউজবিডি/ এসএ
সর্বশেষ
Comments are closed