রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের খালেক শেখের ছেলে আলহাজ শেখ (১৯)।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সহকারি পরিচালক কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি আলহাজ শেখকে আটক করা হয়। এ সময় ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত সহ আটককৃত আসামীর বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed