বাসের ধাক্কায় নিহত ১ আহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি, লাস্টনিউজবিডি, ১৩ জানুয়ারি: ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় ১ জন নিহত সহ আরো ৪ জন আহত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ফলসাটিয়া কুষ্টিয়া নামক স্থানে সিএনজি আরোহী এক সন্তানের জননী বিথী আক্তার লক্ষী (২২) নিহত হয়েছে। নিহত বিথীর স্বামীর বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামে। নিহত বিথী শিবালয়ের বড় বোয়ালী গ্রামের ওয়াজেদ আলীর কন্যা।
এ দুর্ঘটনায় অপর চারজন সিএনজি আরোহী গুরুত্বর আহত হয়েছে। আহতরা হচ্ছেনঃ বিথীর পুত্র সোহম, নিহত বিথীর ভাতিজী বোয়ালি গ্রামের ঐশী , শিলা ও ঐশীর মা রেবা আক্তার, ভাতিজা জিসান।
আহতদের ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার মহাদেবপুর থেকে সিএনজিযোগে বোয়ালি পিতার বাড়ি ফেরার পথে অজ্ঞাত নম্বরের সেলফি পরিবহনের বাস ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ হাসপাতালে নেয়ার পর বিথী মারা যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, মহাদেবপুর থেকে সিএনজিযোগে আরিচা যাবার পথে ফলসাটিয়ার কুষ্টিয়া নামক স্থানে অজ্ঞাত বাস চাপায় একজন নিহত হয়েছে। অপর আরোহীরা আহত হয়েছেন। গাড়ি আটক করা যায়নি।
লাস্টনিউজবিডি/ এসএ
সর্বশেষ
Comments are closed