১৯ শে মার্চ ৪১তম বিসিএসের প্রিলি

লাস্টনিউজবিডি, ১৩ জানুয়ারি: ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯শে মার্চ অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
বুধবার (১৩ই জানুয়ারি) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১৯শে মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭শে নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করেন। ৪১তম বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।
লাস্টনিউজবিডি/ এসএ
সর্বশেষ
Comments are closed