নতুন বিতর্কে নুসরাতের ভিডিও

লাস্টনিউজবিডি, ১৩ জানুয়ারি: বিয়েকে কেন্দ্র করে বহুবার বিতর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। যদিও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আনন্দময় দাম্পত্য জীবনে ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন এ অভিনেত্রী। হঠাৎ গুঞ্জন উঠেছে, ভেঙে যাচ্ছে নুসরাতের সংসার!
বিয়েবিচ্ছেদের গুঞ্জনে যখন টলিপাড়া মুখরিত, ঠিক তখন প্রকাশ্যে এসেছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের একটি ভিডিও। যা নুসরাতের সংসার ভাঙনের গুঞ্জন উসকে দিয়েছে। কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দিরে একসঙ্গে গিয়েছিলেন নুসরাত-যশ।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গোলাপি কাঞ্জিভরম শাড়ি পরেছেন নুসরাত জাহান। তার মাথার চুল ছেড়ে দেওয়া। সিঁথিতে সিঁদুর, হাতে শাখা-পলা। তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন যশ দাশগুপ্ত। তার মাথায় টুপি, মুখে মাস্ক, পরনে জিনসের ট্রাউজার ও টি-শার্ট। নুসরাত কথা বলছেন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে। তবে কী কারণে তারা সেখানে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। প্রকাশ্যে আসা ভিডিওটি গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। যাইহোক, ভিডিওটি প্রকাশ্যে আসার পর যশ-নুসরাতের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছে।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed