করোনার নতুন রূপ ৫০ দেশে: ডব্লিউএইচও

লাস্টনিউজবিডি, ১৩ জানুয়ারি: করোনা মহামারি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এরমধ্যে আবার নতুন রূপে দেখা যাচ্ছে এই ভাইরাস। বি১৭ বা ভিওসি নামে পরিচিত ভাইরাসটি যুক্তরাজ্যে প্রথম পাওয়া গেলেও তা এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরো মারাত্মক বা অন্য রোগের কারণ হবে তার কোনও প্রমাণ এখনো মেলেনি।
সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ইংল্যান্ডের এই ভেরিয়েন্টটি দেশটির প্রায় সব এলাকাগুলোতেই মিলেছে।
বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি। এছাড়া সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed