৭২ ঘণ্টা পর্যবেক্ষণে তাসকিন

লাস্টনিউজবিডি, ১২ জানুয়ারি: অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। তবে শুধু চামড়াতে সমস্যা হওয়া হাতে সেলাই দিয়ে তাসকিনকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিন সেলাই দিয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী।
এই ৭২ ঘণ্টা অনুশীলন করতে পারবেন না ডানহাতি পেসার। এর মধ্যেই বিসিবির মেডিকেল টিম বুঝতে পারবে মাঠে নামতে পারবেন কী না। ইনজুরির ধরন অনুযায়ী তাকে নিয়ে আশাবাদী বিসিবি।
মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘তাসকিনের হাতে তিন সেলাই দেওয়া হয়েছে। গতকাল রাতে এ সেলাই দেওয়া হয়। ৭২ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণ করব। এ সময় সে অনুশীলন করতে পারবে না।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed