শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

লাস্টনিউজবিডি, ১১ জানুয়ারি: করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়।
সোমবার রেজিস্ট্রি ডাকযোগে গাজীপুর সদরের এক শিক্ষার্থীর পিতা মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। শিক্ষাসচিব ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (বিজি) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিক্ষার্থীরা মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে। তারা দিনরাত মুঠোফোনে ইউটিউব, গেমিং এবং টিভি দেখছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও শিক্ষার্থীরা মার্কেট, শপিংমল ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসা যাওয়া করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী ১৬ জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে খুলে দেওয়া উচিত। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সোমবার ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- অবশেষে ক্ষমা চাইলেন এমপি একরাম
- হরতাল ডাকলো আওয়ামী লীগ
- নৌ ধর্মঘট প্রত্যাহার
- চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়
নোটিশে বলা হয়, করোনার কারণে গত বছরের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নোটিশে আহ্বান জানানো হয়। নয়তো প্রতিষ্ঠানিক শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
লাস্টনিউজবিডি/ এস এ
Comments are closed