এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না ‘অমর একুশে বইমেলা’

লাস্টনিউজবিডি, ১০ জানুয়ারী: বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, করোনাভাইরাস মহামারির কারণে প্রতিবছরের মতো এবার ফেব্রুয়ারিতে ‘অমর একুশে বইমেলা’ হচ্ছে না।
রোববার (১০ জানুয়ারী) গনমাধ্যমকে এ তথ্য জানান তিনি ।
হাবীবুল্লাহ সিরাজী জানান, করোনা পরিস্থিতিতে প্রতিবছরের মতো এ বছর পহেলা ফ্রেব্রুয়ারি বই মেলা হচ্ছে না। তবে, কবে হবে তা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে।’ এছাড়া রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত হয় তবেই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে, এ বছরের বইমেলা এ বছরেই অনুষ্ঠিত হবে বলেও জানান বাংলা একডেমির মহাপরিচালক।
তিনি জানান, মার্চ অথবা এপ্রিলে হবে কি না তাও নিয়েও সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে।
আরও পড়ুন
- অবশেষে ক্ষমা চাইলেন এমপি একরাম
- হরতাল ডাকলো আওয়ামী লীগ
- নৌ ধর্মঘট প্রত্যাহার
- চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বর্তমানে করোনা পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কিনা সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’
১৯৭২ সালে বাংলা একডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে বাংলা একাডেমি প্রতিবছর বইমেলা আয়োজনের দায়িত্ব গ্রহণ করার পর নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।
লাস্টনিউজবিডি/ডি
Comments are closed