ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ছিনতাই

লাস্টনিউজবিডি, ০৯ জানুয়ারি: ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক লোকের থেকে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে শহরের পৈরতলা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইউনুছ মিয়ার বাড়ি জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে। তিনি জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তাঁর ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন।
ইউনুছ মিয়া জানান, দুপুরে বাড়ি থেকে অটোরিকশায় করে পৈরতলা বাসস্ট্যান্ড নামেন। এরপর পায়ে হেঁটে ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিছু দূর যাওয়ার পর পৈরতলা সেতুর কাছে দুইজন ব্যক্তি একটি অটোরিকশা নিয়ে তার পথরোধ করে। অটোরিকশা থেকে নেমে তারা নিজেদেরকে ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।
তিনি জানান, এ সময় তারা তার দেহ তল্লাশি করে। একপর্যায়ে তারা ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে ইউনুছকে সড়কের পাশে নিয়ে যায়। সেখানে নিয়ে প্যান্টের পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
লাস্টনিউজবিডি/ওএফ
সর্বশেষ
Comments are closed