শুভমানের ওপর অসন্তুষ্ট মা-বাবা!

লাস্টনিউজবিডি, ০৯ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেক; আর সিডনিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন প্রথম অর্ধশতক। তার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাষ্কার-ভিভিএস লক্ষণরা। কিন্তু খুশি নন খোদ শুভমানের মা-বাবা!
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন অসিদের দেওয়া ৩৩৮ রানের লিডকে সামনে রেখে রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত শুরু করে শুভমান। খেলতে খেলতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। কিন্তু ১০০ বলে ৫০ করার পর আর কোনো রানই যোগ করতে পারেননি। প্যাট কামিন্সের বলে গালিতে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
এতেই অসন্তুষ্ট তার বাবা লখবিন্দর সিং ও মা কীর্ত কৌর। ভারতের একটি গণমাধ্যমে শুভমানের বাবা বলেন, ‘ছেলের প্রথম টেস্ট অর্ধ শতরানের পরেও আমরা পুরোপুরি খুশি নই। ও কত বড় মাপের ব্যাটসম্যান সেটা আমি জানি। তাই দলের স্বার্থে ওর আরও লম্বা ইনিংস খেলা উচিত ছিল।’
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed