সৌদিতে বাংলাদেশির মৃত্যু

লাস্টনিউজবিডি, ০৫ জানুয়ারি: সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় সৌদির আবহা প্রদেশ কামিস মোসায়েতে কাজ করতে গিয়ে নির্মাণধীন ভবনের ৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় মকবুল আহমদ (৪২) নামের প্রবাসী বাংলাদেশির।
কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের হাজি হাবিবুল্লাহর ছেলে নিহত মকবুল ।
গতকাল সোমবার নিহতের শ্যালক আহমদ বিন শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে কামিস মোসায়েতের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মকবুল আহমদ মা, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed