বিশ্বমানের নতুন পণ্য “TARZAN PAPER” উদ্বোধন (ভিডিও)

লাস্টনিউজবিডি, ১২ ডিসেম্বর: বাজারে আসছে নতুন এ ৪ পেপার । নিটল নিলয় গ্রুপ টারজান নামে এই পেপার বাজারে আনছে ।
আজ বিকাল ৩ টায় গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ এক সংবাদ সম্মেলনে এই টারজান পেপারের শুভ উদ্বোধন করেন ।
সাংবাদিক সম্মেলনে বক্ত্বব্য রাখেন, আব্দুল মারিব আহমাদ ( ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), মোঃ আব্দুল কাইয়ুম (ডিজিএম, নিটল কার্টিস পেপার মিলস লিমিটেড), মোঃ মেহেদী হাসান শিকদার ( সিনিয়র ম্যানেজার, নিটল কার্টিস পেপার মিলস লিমিটেড), ফয়সাল আহমেদ ( প্রজেক্ট কোওর্ডিনেটর), ইঞ্জিনিয়ার ইলিয়াস কবির (ম্যানেজার, নিটল কার্টিস পেপার মিলস লিমিটেড)
Launch of world-class new product “TARZAN PAPER”

উল্লেখযোগ্য যে, ইতোমধ্যে চীন সহ বেশ কিছু দেশে রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে। টারজান পেপার তৈরিতে ব্যবহৃত হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কাচামাল যেগুলো ইন্দোনেশিয়া, কানাডা, ইউকে, থাইল্যান্ড এবং সুইডেন থেকে আমদানি করা হয়। ISO এবং BSTI সার্টিফাইড এই পেপারের গুণগতমান BUET ও BCSIR এর ল্যাব টেস্টে নিশ্চিত করা হয়েছে।
আগামী বছরের ৩ জানুয়ারী এই কাগজ রপ্তানী করা হবে বলে আশা করা হচ্ছে।
Comments are closed