বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে ছাত্রলীগের মিছিল

লাস্টনিউজবিডি, ৫ ডিসেম্বর:কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।

এ ছাড়া, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও ওইসময় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
Comments are closed