ময়মনসিংহে ৫ মোটরসাইকেলসহ ১২ চোর গ্রেফতার

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরির দিঘারকান্দা বাইপাস মোড়স্থ হাজী বাদল মিয়ার মের্সাস ভাই ভাই ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকানের সামনে থেকে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের ১২সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
এসময় আটককৃত চোরদের কাছ থেকে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার পোনে ১২টার দিকে বাইপাস মোড়ে চোরাইকৃত মোটরসাইকেল বেচা কেনা হচ্ছে গোপনসুত্রে খবর পেয়ে ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ ও ওসি তদন্ত ফারুক আহম্মেদ নেতৃত্বে এস আই হাবিবুর রহমানসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য শিমুল ইসলাম শিপন(২৬), আবু বক্কর(৩২), মানজু মিয়া(২৩), জুনাইদ(২৫),হেফজু মিয়া(২২), আকাশ মিয়া(২৫) আবু মুছা (২৫)’ শাহাঙ্গীর(২৬) ইকরাম(২০), আলম মিয়া (২২),মোকারম(২২), রাজিব মিয়া(৩৫)সহ ১২ জনকে গ্রেফতার করে।
এদের মধ্য ৭ চোরের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়, গাজিপুরের ১জন’ কিশোরগঞ্জের ২জন’ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের বাসীন্ধা ১ একজন।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, এই চোর চক্রের সদস্যরা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। দীর্ঘ দিনধরে এদেরকে গ্রেফতারের চেষ্টা করে অবশেষে সফল হয়েছি।
এদেরকে শনিবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed