টুইটারে নিষিদ্ধ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প

লাস্টনিউজবিডি, ৫ ডিসেম্বর: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করতে পারেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। হোয়াইট হাউস ছাড়ার পরপরই আসতে পারে এমন ঘোষণা।
টুইটারের একজন মুখপাত্র ফোর্বস ম্যাগাজিনকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) একথা জানিয়েছেন।
ট্রাম্প টুইটারে চলমান মহামারি করোনাভাইরাস নিয়ে লাগাতার মিথ্যাচার ও নির্বাচন নিয়ে মিথ্যা দাবি প্রচার করছেন। যে কারণে টুইটারকে ‘সত্যতা যাচাই করতে’ এবং নির্দিষ্ট টুইটের ওপর সতর্কতার লেবেল লাগাতে বাধ্য হয়।
মূলত টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার নীতি’র আওতায় পড়ায় এতদিন ট্রাম্পের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যেমন- প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসকরা পড়ে থাকেন। এদের মধ্যে যাদের যথেষ্ট সংবাদ-মূল্য আছে তারা টুইটারের কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হয় না।
টুইটারের ওই মুখপাত্র ফোর্বসকে বলেন, জানুয়ারির ২০ তারিখের পর থেকে ট্রাম্প আর ‘ওয়ার্ল্ড লিডার নীতি’র আওতায় পড়বেন না। সাধারণ নাগরিকদের মতোই তাকে টুইটারের বিধিমালা মেনে চলতে হবে। ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগের পর ওইসব বিধিমালা না মানলে তাকে মারাত্মক সব ‘শাস্তি’ দেওয়া হবে। এরপর এক পর্যায়ে তাকে নিষিদ্ধ করা হতে পারে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed