নিজ ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা! অতঃপর..

লাস্টনিউজবিডি, ৫ ডিসেম্বর: নিজ ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় ইউনুস আলী (৪০) নামের এক ব্যক্তিকে গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে বাড়ির পাশের দোকান থেকে সিগারেট কিনে এনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ইউনুস আলী। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে উভয় পরিবারের লোকজন বিষয়টি নিয়ে কয়েক দফা সালিস করে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু কোনো মীমাংসা হয়নি।
ওই ঘটনায় ইউনুস আলীর ওপর ক্ষুব্ধ হয়েছেন তার শ্বশুরবাড়ির লোকজন। গতকাল দুপুরের দিকে ইউনুস আলীকে তারা কাস্তে দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধুনট থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস আলীর নামে গতকাল মামলা করেন। সেই মামলায় রাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed