ফেসবুকে প্রতারণা, চট্টগ্রামে দম্পতি গ্রেফতার

লাস্টনিউজবিডি, ৫ ডিসেম্বর: ফেসবুকের আইডি হ্যাক করে প্রতারণা ও ফেসবুকে আইডি ভেরিফাইড করিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আসাদুজ্জামান পলাশ (২১) ও তার সহযোগী স্ত্রী সাদিয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আজ শনিবার দুপুরে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।
হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করে দেওয়া, পেইজ বুস্ট, আইডি ভেরিফাইড এবং পেইজের ফলোয়ার বাড়ানোর নামে নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, নগরীর হালিশহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার হবিগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই এলাকা থেকে পলাশ ও সাদিয়া দম্পতিকে গ্রেপ্তারের পর শনিবার তাদের চট্টগ্রাম নেওয়া হয়।
পুলিশ জানায়, এই দম্পতি প্রথমে হালিশহরের ওই ভুক্তভোগীর আইডি কৌশলে হ্যাক করে। পরে সেই আইডি থেকে ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। কিন্তু তাদের প্রস্তাবে সাড়া না দিলে এক পর্যায়ে ভুক্তভোগীর ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ভুক্তভোগীর বিভিন্ন বন্ধু ও নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারক দম্পত্তিকে শনাক্ত করা হয়। পরে হবিগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed