ব্রাজিলে সেতু থেকে বাস পড়ে নিহত ১৭ (ভিডিও)

লাস্টনিউজবিডি, ৫ ডিসেম্বর: ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস উপরের সেতু থেকে নিচের রেললাইনে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে, এতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গতকাল শুক্রবার ব্রাজিলের মিনাস গেরাইস অঙ্গরাজ্যের জাও মনলেভাদে পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যান।তাদের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গিয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, সেতু থেকে নেমে দৌড়ে বাসটির চালক পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, সেতু থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাশয়। এ সময় বাসটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed