ঢাকার মঠবাড়ীয়া কল্যাণ সমিতি কতৃক ওবায়েদ খান, তাজউদ্দীন ও জসীমকে সংবর্ধিত

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যান সমিতি মঠবাড়ীয়ার কৃতি সন্তান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা ওবায়দুল হক খান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ, মোঃ জসিম মাতুব্বর, মৎস্য জীবি লীগের সহ সভাপতি নাসির উদ্দীন মানিক
যুবলীগের সহ সম্পাদক ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য রিজওনাল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সওগাতুল অালম সগীর কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমিতির সভাপতি রেলপথ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেস মন্টুর সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব চৌধুরী আফজাল হোসেন, উপদেষ্টা পরিষদ সদস্য সচিব জামাল উদ্দিন খান মিলন, সাবেক সভাপতি মোঃ আনছার উদ্দিন, মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম রিপন প্রমূখ।
সংবর্ধিত নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ ও জসীম মাতুব্বর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগীর সংবর্ধনার জবাবে মঠবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণ তথা মঠবাড়ীয়া কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
Comments are closed