বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের যুবলীগের চেয়ারম্যানের হুঁশিয়ারি

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে মৌলবাদের কোনো জায়গায় নেই।
আজ শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, যতোদিন যুবলীগ আছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আছে, ততোদিন মৌলবাদী নীতি বিস্তারের প্রশ্নই ওঠে না। এই দেশ সৃষ্টি হয়েছিলো সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ নিয়ে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, যুবসমাজকে সেই আদর্শে এগিয়ে যেতে হবে। আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই সামনে নিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed