বরিশালের বিপক্ষে সাকিব-রিয়াদের সহজ জয়

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: বরিশালের বিপক্ষে সহজ জয় তুলে নিলেন সাকিব-রিয়াদরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে তারা।
আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় খুলনা। জবাবে, শুরুটা ভালোই করেছিল বরিশাল। কিন্তু শুভাগত হোমের এক ওভারে জোড়া উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের। শেষপর্যন্ত অলআউট হয়েছে ১২৫ রানে। ৪৮ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে খুলনা।
বড় রান তাড়া করতে নেমে মারমুখী ভঙ্গিতেই শুরু করেন তামিম ইকবাল। ২১ বলে ৩২ রান আসে তামিমের ব্যাট থেকে। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ১৯ রান। তবে এ দুজনের বিদায়ের পর বিপর্যয়ে পড়ে বরিশাল। ৭ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করে ফেলার পর মাত্র ৩ রানের ব্যবধানে তিন উইকেট হারায় বরিশাল।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ দিকে তৌহিদ হৃদয় ২৭ বলে ৩৩ রানে পরাজয়ের ব্যবধানই কমেছে মাত্র। খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন শুভাগত হোম, শহীদুল ইসলাম এবং হাসান মাহমুদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৩ রানের লড়াকু ইনিংস গড়ে খুলনা। খুলনার পক্ষে জাকির হোসেন করেন ৪২ বলে ৬৩ রান। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৩৭ রান। তবে সাকিব জ্বলে উঠতে পারেননি এদিনও। তার ব্যাট থেকে ১৪ রান।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed