প্রধানমন্ত্রীর আর্তমানবতা মূলক কার্যক্রমে বারভিডার অ্যাম্বুলেন্স প্রদান

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর আর্তমানবতা মূলক কার্যক্রমে অ্যাম্বুলেন্স প্রদান করেছে বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন)।
গতকাল বৃহস্পতিবার বারভিডা নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বারভিডা প্রেসিডেন্ট জনাব আবদুল হক, সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট)।
ইতিপূর্বেও বারভিডা বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে এগিয়ে এসেছে।
উল্লেখ্য যে, বারভিডা একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে গত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের পরিবহন খাতে মোটরযান সরবরাহে সিংহভাগ অবদান রেখে আসছে। বর্তমানে বারভিডার প্রায় ৯০০ সদস্য প্রতিষ্ঠান রয়েছে যাদের এ খাতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
বারভিডার সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকারও বেশি রাজস্ব প্রদান করে থাকে। আয়কর, ভ্যাট ও রোড ট্যাক্স প্রদানের মাধ্যমে বারভিডা সদস্যবৃন্দ দেশে একটি ব্যাপকভিত্তিক কর কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও বারভিডা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed