পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসবে আজ

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: আজ পদ্মা সেতুতে বসানো হবে ৪০তম স্প্যান। এরপর বাকি থাকবে মাত্র একটি স্প্যান। সেতুর ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যান বসানো হবে। এতে দৃশ্যমান হবে ৬ কিলোমিটার।
আগামী সপ্তাহের শেষ দিকে বসানো হবে ৪১তম স্প্যান। এতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর কাজ প্রায় শেষ হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো। বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed