সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ৬ জন নিহত

লাস্টনিউজবিডি, ৪ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত ৫-৬জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed